বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার পর বরগুনা সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভিডিও ধারণকারী ‘দে’ বলার সঙ্গে সঙ্গে অপর এক ব্যক্তি একটি বস্তুতে আগুন দিয়ে তা স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে সেখানে দাউ দাউ করে আগুন ধরে যায়। এরপর ভিডিওতে তাদের বলতে শোনা যায়, ‘চল, চল’, তারপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, আগুন দেওয়ার আগে সেখানে দাহ্য পদার্থ ছিটানো হয়েছিল।
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, ‘বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “খবরটি আমরা পেয়েছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে এমন কোনো আলামত পাইনি। এটি বরগুনায় ঘটেছে কি না, সেটিও নিশ্চিত নই।” তিনি আরও জানান, সম্ভাব্য নাশকতা রোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।