ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলা শহরের নতুনবাজারে ভোলা জেলা বিজেপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও বিজেপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির মিছিল নতুনবাজারে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে বোমা সদৃশ বিস্ফোরণের শব্দও শোনা যায়।
ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করেন, “বিএনপি আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। বিনা উসকানিতে পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। বিজেপির কর্মীরাই প্রথমে উত্তেজনা ছড়ায় এবং হামলা চালায়।”
ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।