দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে আরেকটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক হিসেবে কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি।
এর আগের ম্যাচে ১১ রানের অপরাজিত ইনিংস খেলে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর।
বাবরের রেকর্ড গড়া দিনে পাকিস্তান ৪ উইকেটের জয় পেয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে।
টস হেরে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তানের বিপক্ষে বাবর আজম দ্বিতীয় উইকেটে ফারহানের সঙ্গে ৩৬ রান, এরপর সালমান আগার সঙ্গে ৫২ বলে ৭৬ রান যোগ করে জয়ের পথ সহজ করেন। বাবর ৪৭ বলে ৬৮ রান করে আউট হন এবং পাকিস্তান ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে।