ফিল সল্ট ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে সফরকারী ইংল্যান্ড। সোমবার (২০ অক্টোবর) ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পায়। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ম্যাচের জয়েই এগিয়ে যায় ইংলিশরা।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ৬৯ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটিতে বড় সংগ্রহ পায় তারা। সল্ট ৫৬ বলে ৮৫ ও ব্রুক ২২ বলে ৭৮ রান করেন। শেষ দিকে টম ব্যান্টনের ১২ বলে অপরাজিত ২৯ রানে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রান তোলে ইংল্যান্ড — যা ক্রাইস্টচার্চে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর।
জবাবে ১৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট (৩৯) ও মার্ক চাপম্যান (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও পরবর্তীতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে জিমি নিশাম (২৭) ও মিচেল স্যান্টনারের (৩৬) ঝড়ো জুটি কিছুটা আশার আলো দেখালেও তা টিকেনি। ১৮ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা।
ইংল্যান্ডের পক্ষে স্পিনার আদিল রশিদ ৩২ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন হ্যারি ব্রুক।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর অকল্যান্ডে।