জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটটি ইসলামী দলের সমাবেশকে ঘিরে রাজধানীর পল্টন মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের শীর্ষ নেতারা।
দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন,
২. আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,
৩. অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত,
৪. বর্তমান সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
ইসলামী আট দলের মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।