গত রোববার ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। দিনটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভেসেছেন তিনি। এবার সেই শুভেচ্ছার জবাব দিতে শুরু করেছেন কিং খান—নিজের স্বভাবসুলভ রসবোধ ও আন্তরিকতায়।
তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার মেয়ে সুহানা খানকে দেওয়া জবাবটি। জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানাতে সুহানা সামাজিক মাধ্যমে শেয়ার করেন একটি ছবি। সেখানে পাশাপাশি রাখা দুটি কফির কাপে একটিতে লেখা ছিল ‘কিং’ (শাহরুখ), অন্যটিতে ‘রাজার রাজকন্যা’ (সুহানা)।
মেয়ের এমন ভালোবাসায় অভিভূত শাহরুখ কৃতজ্ঞতা জানাতে গিয়ে লিখেছেন, “ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।”
বাবা-মেয়ের এই মিষ্টি কথোপকথনে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। নেটিজেনরা মন্তব্য করেন, “যতই বয়স হোক, বাবার চোখে মেয়ে চিরকালই ছোট থাকে।” শাহরুখের এই স্নেহমিশ্রিত শাসনকেও অনেকেই প্রশংসা করেছেন।