দীর্ঘ ১৪ বছর একসঙ্গে থাকার পর ভেঙে গেল জনপ্রিয় টেলিভিশন জুটি জয় ভানুশালি ও মাহি বিজের দাম্পত্য সম্পর্ক। কয়েক মাস আগে তারা বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন, যা ২০২৫ সালের জুলাই-আগস্টে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তাদের সন্তানদের হেফাজতের বিষয়টিও নির্ধারিত হয়েছে।
চলতি বছরের জুলাই থেকেই জয়-মাহির ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও তখন তারা কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বরং মাহি জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা তার নেই।
তবে শেষ পর্যন্ত তাদের ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট মাসেই জয় ভানুশালি ও মাহি বিজ আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন। বিষয়টি তারা পুরোপুরি গোপন রেখেছিলেন।
জয় ভানুশালি ও মাহি বিজ ২০১১ সালে বিয়ে করেন ও তাদের তিন সন্তান জন্মসূত্রে কন্যা তারা (২০১৯) এবং দত্তক নেওয়া দুই সন্তান রাজবীর ও খুশি (২০১৭) রয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, এই বিচ্ছেদের অন্যতম কারণ ছিল মাহি বিজের জয় ভানুশালির প্রতি ‘বিশ্বাসের অভাব’। একসময় তারা নিজেদের পারিবারিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শেয়ার করতেন, তবে গত বছর থেকেই একসঙ্গে কোনো ছবি বা ভিডিও পোস্ট করেননি। তাদের সর্বশেষ যৌথ পরিবার পোস্টটি ছিল ২০২৪ সালের জুনে। এরপর আগস্টে কন্যা তারার জন্মদিনে তারা শেষবারের মতো একসঙ্গে জনসমক্ষে দেখা দেন।
সূত্র জানিয়েছে, মাহি বিজ দুই সপ্তাহ আগে সন্তানদের নিয়ে নতুন বাসায় উঠে গেছেন। অন্যদিকে জয় ভানুশালি সম্প্রতি শুধু মেয়েদের সঙ্গে ভ্রমণের ছবি শেয়ার করেছেন। অক্টোবরের ১৮ তারিখে তিনি টোকিওর শিবুয়া ক্রসিংয়ে কন্যা তারার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন ‘টোকিও ড্রিফট তো শুনা হবে, এখন দেখো বাবা-মেয়ে কিভাবে শিবুয়া ক্রসিংয়ে ড্রিফট করছে।’
এর আগে বিচ্ছেদের গুজব উঠলে মাহি বিজ হউটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“যদি সত্যি হয়, তাহলে আমি কেন তোমাকে বলব? তুমি কি আমার চাচা? তুমি কি আমার আইনজীবীর খরচ দেবে? মানুষ কেন অন্যের বিচ্ছেদ নিয়ে এত ড্রামা সৃষ্টি করে? সবাই কাউকে না কাউকে দোষ দিতে চায়। কিন্তু সত্যিটা কি কেউ জানে?”
তিনি আরও বলেন,
“আমাদের সমাজ এখনও একক মা বা বিচ্ছেদকে নেতিবাচকভাবে দেখে। আমি শুধু বলব বেঁচে থাকো, আর অন্যকেও থাকতে দাও।”
উল্লেখ্য, জয় ভানুশালি ও মাহি বিজ একসময় স্টার প্লাসের জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে ৫’-এ অংশ নিয়েছিলেন। সেখানে তাদের দারুণ কেমিস্ট্রি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। এখন সেই পর্দার আদর্শ জুটি বাস্তব জীবনে আলাদা পথে হাঁটছেন।